ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকনের বাবা মাওলানা আইউব আলী আকনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুম মাওলানা আইউব আলী আকন ঝালকাঠির দক্ষিণ রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ১১ অক্টোবর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
আদর্শবান শিক্ষক, শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক, সৎ ও নীতিবান ব্যক্তি হিসেবে নিজ এলাকায় সুনাম অর্জন করেন মাওলানা আইউব আলী আকন। তিনি রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আকন বাড়ির মরহুম কাছেম আলী আকনের ছেলে।
আজ শনিবার মরহুমের উপজেলা সদরের গোরস্থান রোডের নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের দোয়া কামনা করা হয়েছে।