সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীকে ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দেয়ার প্রমাণ পেয়েছে বাংলাফ্যাক্ট।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, জান্নাত আরা রুমী মৃত্যুর আগে ক্রমাগত সাইবার বুলিং ও হত্যা হুমকি পাচ্ছিলেন আওয়ামীপন্থী অ্যাকাউন্ট থেকে, যা শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট জানায়, গত ১৩ নভেম্বর স্বৈরাচার শেখ হাসিনার রায় ঘোষণার দিনে কথিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে ধানমণ্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। মূলত এ ঘটনার পর থেকেই ইন্টারনেটে জান্নাত আরা রুমীর বিরুদ্ধে সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি প্রদান করা হয়।
বাংলাফ্যাক্ট জানায়, ‘রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে জান্নাত আরা রুমীকে ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দেয়ার প্রমাণ পেয়েছে বাংলাফ্যাক্ট।
উল্লেখ্য, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। বাসস



