ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল, গুলশান ও লালবাগ বিভাগসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, এই ১৩ কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত স্থানে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
অপরদিকে আজ ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত অপর একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো: মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এতে বলা হয়, সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খানকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে, মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছুদের রহমানকে ডিসি প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি মো: শাহরিয়ার আলীকে উত্তরা বিভাগে, সিটি সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে বদলি করা হয়েছে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে গোয়েন্দা-সাইবার-দক্ষিণ বিভাগ (অতিরিক্ত দায়িত্ব), গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা মিরপুর বিভাগে, মইনুল হককে মিরপুর বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সেস বিভাগের ডিসি রওনক আলমকে ডিসি গুলশান বিভাগে, গোয়েন্দা রমনার মো: আমীর খসরুকে ডিএমপি সদর দফতরে, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের ডিসি মোহাম্মদ সানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে, ওয়ারীর ডিসি মোহাম্মদ হারুন অর রশিদকে ডিসি মতিঝিল বিভাগে, মল্লিক আহসান উদ্দিন সামিকে ওয়ারী বিভাগে এবং গুলশান বিভাগের ডিসি মো: তারেক মাহমুদকে লালবাগ বিভাগে ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। বাসস



