নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত করতে দেয়া হবে না বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের অতীতের বিতর্কিত ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।’
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবানে জেলা প্রশাসন ও পুলিশের সাথে বিশেষ মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: আবদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল আলমসহ জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার আগের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘অতীতে খুবই বাজে নির্বাচন হয়েছে। শুধু নির্বাচন কমিশনারেরই নয়, প্রতিটি প্রতিষ্ঠান এ বিতর্কিত নির্বাচনের সাথে জড়িত ছিল। এ রকম আর যেন না হয়, আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। গণতন্ত্রের জন্য একটি অবাধ নির্বাচন খুবই জরুরি।’
এ সময় নির্বাচন কমিশনার বান্দরবান পুলিশ লাইনে পুলিশের নির্বাচনবিষয়ক ট্রেনিং পরিদর্শন করেন এবং বিশেষ আইন-শৃঙ্খলা মিটিং-এ অংশ নেন।



