ড. সালেহউদ্দিন

হাদির চিকিৎসায় অর্থ বরাদ্দে সরকারের কোনো দ্বিধা নেই

সংশ্লিষ্ট বোর্ড সিদ্ধান্ত নিয়ে সুপারিশ দেয়ার সাথে সাথেই সরকার দেরি না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ |ইন্টারনেট

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকারের কোনো দ্বিধা নেই।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘গতকাল আমাদের জানানো হয় যে তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন হতে পারে। তখনই আমরা পরিষ্কারভাবে বলেছি যে এ ব্যাপারে অর্থের কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে।’

ড. সালেহউদ্দিন বলেন, হাদির অবস্থা সম্পর্কে বার্তা পাওয়ার পর এবং তাকে বিদেশে পাঠানোর সুপারিশ আসার সাথে সাথেই সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে।

তিনি বলেন, বিদেশে চিকিৎসার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য ব্যয় জড়িত থাকে, যার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের মতো বিশেষ ব্যবস্থাও থাকতে পারে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অবশ্যই বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে গেলে অর্থের বিষয়টি চলে আসে। আমরা অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্সসহ যা কিছু প্রয়োজন, তার যেন ব্যবস্থা করা হয়।

তিনি জানান, আপাতত অর্থ মন্ত্রণালয় নিজস্ব বাজেট থেকেই এ সব ব্যয় বহন করছে।

ড. সালেহউদ্দিন বলেন, পরবর্তীতে ব্যয় সমন্বয় ও হিসাব করা যাবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা দ্বিধা নেই।

তিনি বলেন, সংশ্লিষ্ট বোর্ড সিদ্ধান্ত নিয়ে সুপারিশ দেয়ার সাথে সাথেই সরকার দেরি না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

সিদ্ধান্ত নেয়া মাত্রই এবং বোর্ড থেকে জানানো হলে সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টি গ্রহণ করে অর্থ মন্ত্রণালয়ের মতামত নেয়।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে যখনই বরাদ্দের প্রয়োজন হবে, তা নিশ্চিত করা হবে।

সূত্র : বাসস