ব্রিফিংয়ে সেনাসদর

মব করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই

‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে আমরা সশ্রদ্ধ সম্মান করেছি, আজও করি এবং ভবিষ্যতেও আমরা সম্মান করবো।’

নিজস্ব প্রতিবেদক
ব্রিফ করছেন সেনাসদরের মিলিটারি অপারেশন পরিদফতরের কর্নেল মো: শফিকুল ইসলাম
ব্রিফ করছেন সেনাসদরের মিলিটারি অপারেশন পরিদফতরের কর্নেল মো: শফিকুল ইসলাম |নয়া দিগন্ত

কোনো ‘মব’ বা কোনোকিছু করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই বলে মন্তব্য করেছে সেনাসদর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সেনাসদরের মিলিটারি অপারেশন পরিদফতরের কর্নেল মো: শফিকুল ইসলাম।

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে আমরা সশ্রদ্ধ সম্মান করেছি, আজও করি এবং ভবিষ্যতেও আমরা সম্মান করবো।’

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন প্রসঙ্গে কর্নেল স্টাফ মো: শফিকুল ইসলাম বলেন, ‘সরকার বা অফিসিয়ালি এখনো এ বিষয়ে জানানো হয়নি। তারপরও সেনাবাহিনী অভ্যন্তরীণ একটি প্রস্তুতি রেখেছে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।’

বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আইন-শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় একমাত্র সেনাবাহিনী কাজ করে না, এখানে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা কাজ করছে। সবাই সমন্বিতভাবে বা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন সম্ভব। যদিও ইতিমধ্যেই সেটি শুরু হয়েছে।’

আনুষ্ঠানিক এই ব্রিফিংয়ে শফিকুল ইসলাম গত এক মাসে সেনাবাহিনীর বিভিন্ন অভিযান, মব ভায়োলেন্সের বিরুদ্ধে অবস্থানসহ নানা বিষয় তুলে ধরেন।