বিজিবিতে আরো ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন

আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য আরো ২,২৫৮টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার।

নয়া দিগন্ত অনলাইন
বিজিবির লোগো
বিজিবির লোগো |সংগৃহীত

আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য আরো ২,২৫৮টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদগুলো বিজিবির তিনটি ব্যাটালিয়ন এবং একটি হাসপাতালের জন্য সৃষ্ট হবে।

উল্লিখিত ব্যাটালিয়নগুলোর অবস্থান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, বান্দরবান জেলার থানচি এবং মেহেরপুর জেলায় আর বিজিবির হাসপাতালটি অবস্থিত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়।

আদেশ অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়নের জন্য ৭৪২টি করে পদ এবং হাসপাতালের জন্য ৩২টি পদ সৃষ্ট হবে।

নতুন পদ সৃষ্টির ফলে বিজিবির মোট জনবল দাঁড়াবে ৫৯,৭৩৫ জনে।

সূত্র : বাসস