এনসিপি প্রতীক না নিলে ইসি নিজের মতো সিদ্ধান্ত নেবে

গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে ইসি।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ
নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ |ইন্টারনেট

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিধিমালার প্রতীকের তালিকা থেকে পছন্দের প্রতীক না জানালে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে। নয়তো ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই।

তিনি বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে ইসি।

এর আগে, বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি।

তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।