ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে শিখ ধর্মালম্বিদের যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।
সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় এই ঘোষণা দেয় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের প্রদত্ত বক্তব্য অনুযায়ী, হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা ভারত পালিয়ে গেছে। এই প্রেক্ষাপটে হত্যাকারীদের বর্তমান অবস্থান, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়ক যেকোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রদান করলে ঘোষিত পুরস্কার দেয়া হবে।
সংগঠনটির জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ড ভারত সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে। এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত ভারতীয় সন্ত্রাসী কার্যক্রমের অংশ, যা কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সাথে মিল রয়েছে।’



