রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসি

সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে যাচ্ছে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানানো হবে।

নয়া দিগন্ত অনলাইন
বঙ্গভবনের পথে প্রধান নির্বাচন কমিশনার
বঙ্গভবনের পথে প্রধান নির্বাচন কমিশনার |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনের পথে রওনা হয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে চার কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা করেন তিনি। দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাথে সিইসির সাক্ষাৎ করার কথা রয়েছে।

এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।

এর আগে, নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা। তফসিল ঘোষণায় যে আনুষ্ঠানিকতা প্রয়োজন, সবই সম্পন্ন করেছে ইসি। বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে। সেদিনই সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল। তফসিল পরে প্রচার করা হবে।’

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।

সিইসি এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করেন। সেখানে সীমানা সংক্রান্ত মামলা এবং তফসিল ঘোষণার পর যেন কোনো রিট নির্বাচন কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে, এসব বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নির্বাচনের কাজের সহযোগিতার জন্য সিইসি তার কাছে ৩০০ বিচারিক কর্মকর্তা চেয়েছেন বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে। আদালতের বিচারকদের নির্বাচনী দায়িত্ব নিয়েও আলাপ হয়েছে বলে জানা গেছে। সিইসি সাংবাদিকদের বলেন, এই সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তিনি ইসির প্রস্তুতির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

গত রোববার নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন। এছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি।

প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।