পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে প্রতিহত করার : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই; সরকার ও ইসি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনেই অঙ্গীকারবদ্ধ, আর তফসিল ঘোষণার পর দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর
সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম
সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম |নয়া দিগন্ত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, ‘পতিত স্বৈরাচার যতই চেষ্টা করুক না কেন সরকার অংশগ্রহণমূলক, আনন্দমুখর ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন জাতিকে উপহার দেবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রতিহত করতে পারে।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘পতিত হাসিনার শাসনামলে সাড়ে ১৫ বছর দেশের মানুষ একটা ভালো নির্বাচন পায়নি। দেশের মানুষ একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে। সরকার ও নির্বাচন কমিশনেরই মূল লক্ষ্য জাতিকে একটি ফ্রি, ফেয়ার, পিসফুল ও ক্রেডিবল নির্বাচন উপহার দেয়া। তফসিল ঘোষণার মধ্যদিয়ে দেশ এখন সেদিকে ধাবিত হয়েছে। মাঠে, ঘাটে, বাজারে ও আনাচে কানাচে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। এতেই প্রমাণ হয় দেশের জনগণও এখন উৎসবমুখর নির্বাচনমুখী।‘

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব শাহ নূরে পারভেজ আল নূরী ও সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী আল সুরেশ্বরী।

শফিকুল আলম শুক্রবার সকাল ৬টায় ঢাকা থেকে শরীয়তপুর সফরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় নড়িয়ার পানি ভবনে উপস্থিত হয়ে সাময়িক বিশ্রাম শেষে বেলা ১১টায় সুরেশ্বর দরবার পরিদর্শন করেন। তিনি বিকেল ৩টায় শরীয়তপুরের জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ শেষে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা করবেন।