তৃতীয় দিনের শুনানি

দুপুর পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন আরো ১৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির তৃতীয় দিনে দুপুর পর্যন্ত ২২টি আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন ১৩ জন প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে, তবে সাতজনের আপিল নামঞ্জুর করা হয়েছে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর তৃতীয় দিনে শুনানি চলছে আজ।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।

এদিন দুপুর পর্যন্ত ২২টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। দৈত্ব নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক এবং নাটোর-২ আসনের এনসিপি প্রার্থী জি এ এ মুবিনসহ সাত জনের আপিল না মঞ্জুর করেছে ইসি।

তবে ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ফজলুল হক।

কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ১৪১ থেকে ২১০ পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি হবে।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ১০ জানুয়ারি শুরু হওয়া এই শুনানি কার্যক্রম চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।