প্রশ্নফাঁস : পুলিশ কর্মকর্তা জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
দুর্নীতি দমন কমিশন ভবন
দুর্নীতি দমন কমিশন ভবন |বাসস

প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকারিয়া রহমানের (জিকু) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

মামলার এজাহার ও তদন্তে উঠে এসেছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর (জীবন) বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তকালে তার সাথে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া যায়, যার মধ্যে মো: জাকারিয়া রহমানও একজন।

দুদক জানায়, বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, মো: জাকারিয়া রহমান একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত এবং তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

সূত্র : বাসস