স্বরাষ্ট্র উপদেষ্টা

গত ৩ নির্বাচনে দায়িত্বপালনকারীদের এবার বিরত রাখা হবে

সেইসাথে, ভোটের আগে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী |সংগৃহীত

বাংলাদেশে বিতর্কিত গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেইসাথে, ভোটের আগে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।