ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

নিহতদের শরীরের মধ্যে পানি জমে থাকায় দ্রুত পচন ধরার আশঙ্কা রয়েছে। এজন্য রাতে তাদের লাশ ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেয়া হয়েছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur Sadar
ফরিদপুরে পদ্মায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফরিদপুরে পদ্মায় দুই শিক্ষার্থীর মৃত্যু |নয়া দিগন্ত

ফরিদপুরের ধলারমোড়ে পদ্মা নদীতে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ইলক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র আব্দুল্লাহ মারুফ (২০) ও রিজায়ে রাব্বি তামীম (২০)।

এদের মধ্যে তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়। পিতার নাম শওকত হোসেন। আর মারুফের বাড়ি নোয়াখালী জেলার উত্তর শরীফপুর গ্রামে। পিতার নাম মোজাম্মেল হোসেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নেছার মাহমুদ জানান, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে তারা পানিতে ২ শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পান। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ত্রিপল ই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ওরা ছয়-সাতজন বন্ধু মিলে দুপুরে গোসল করতে নেমেছিল। এ সময় মারুফ ও আরেকজন ভেসে যায়। তাদের বাঁচাতে তামীম এগিয়ে গেলে মারুফ ও সে স্রোতের তোড়ে ডুবে যায়।

তিনি জানান, নিহতদের শরীরের মধ্যে পানি জমে থাকায় দ্রুত পচন ধরার আশঙ্কা রয়েছে। এজন্য রাতে তাদের লাশ ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেয়া হয়েছে।

ইঞ্জিনিয়ারিং কলেজের মাস্টার রোলের কর্মচারী দুলাল হোসেন বলেন, আজ তাদের পরীক্ষা ছিল। কিন্তু তারা জেদ করে যে পরীক্ষা দেবে না। পরে সকলে মিলে কলেজের মাঠে খেলাধুলা করে দুপুরে গোসল করতে যায় পদ্মা নদীতে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা আসার পর তাদের নিকট লাশ হস্তান্তর করা হবে।