তিতাসে শিবির নেতার পিতার উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

জসিম ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ইব্রাহিম খলিলদের জমির মাটি খুড়ে সেচপাম্পের পাইপ চুরির চেষ্টা করে। ইব্রাহিমের বাবা স্বপন মোল্লা পাইপ চুরিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৮টার দিকে স্বপন মোল্লার উপর অতর্কিত হামলা চালায়।

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Titas
করার প্রতিবাদে গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ
করার প্রতিবাদে গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ |নয়া দিগন্ত

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিলের পিতা স্বপন মিয়াকে (৫০) কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করেছে।

আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মহসিন ভূইয়ার ছত্রছায়ায় থেকে তার মামাতো ভাই জসিম উদ্দিন পতিত সরকারের আমলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকায় তিনি চোরা জসিম নামে পরিচিত।

জসিম ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ইব্রাহিম খলিলদের জমির মাটি খুড়ে সেচপাম্পের পাইপ চুরির চেষ্টা করে। ইব্রাহিমের বাবা স্বপন মোল্লা পাইপ চুরিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৮টার দিকে তিতাস উপজেলা সদরের কড়িকান্দি বাজারে জসিম উদ্দিনের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী স্বপন মোল্লার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা স্বপন মোল্লাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত জসিমকে গ্রেফতারের দাবিতে উপজেলা ছাত্রশিবিরের নেতা-কর্মী ও স্থানীয়রা বেলা সাড়ে ১১টায় গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে গৌরীপুর ও হোমনামুখি দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জসিমসহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ঘটনা শোনার পর থেকেই অভিযুক্ত জসিমকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। ইতোমধ্যে তিতাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়ার ভাই মাহবুব আলম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।