বাংলাদেশের অন্যতম অনলাইন গণমাধ্যম ঢাকা মেইল ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গণমাধ্যমটি ডিজিটাল বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৫।
গণমাধ্যমটিতে এসইও (SEO) এক্সপার্ট, ভিডিও এডিটর, সোশ্যাল মিডিয়া কাম আইটি এক্সিকিউটিভ, ভয়েস আর্টিস্ট কাম স্ক্রিপ্ট রাইটার (নারী) ও সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয়া হবে।
নিচে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আবেদনের বিষয়ে সমস্ত তথ্য দেয়া হলো-
১. পদের নাম : এসইও (SEO) এক্সপার্ট
যোগ্যতা: অন-পেজ SEO, অফ-পেজ SEO ও টেকনিক্যাল SEO-তে দক্ষতা। কিওয়ার্ড রিসার্চ ও প্রতিযোগী বিশ্লেষণ (Competitor Analysis) করার ক্ষমতা। Google Search Console, Google Analytics, SEMrush, Ahrefs, Screaming Frog, Ubersuggest ইত্যাদি টুলস ব্যবহারের অভিজ্ঞতা। ওয়েবসাইট অডিট, লিঙ্ক বিল্ডিং, কনটেন্ট অপটিমাইজেশন দক্ষতা। বেসিক HTML, CSS, ওয়ার্ডপ্রেস বা Shopify/Drupal/CMS সম্পর্কে ধারণা। লোকাল SEO ও মোবাইল SEO কৌশল জানা এবং ব্যাকলিংক তৈরি সম্পর্কে জ্ঞান।
২. পদের নাম : ভিডিও এডিটর
যোগ্যতা : প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং মোশন গ্রাফিক্সের কাজে অভিজ্ঞতা।
৩. পদের নাম : সোশ্যাল মিডিয়া কাম আইটি এক্সিকিউটিভ
যোগ্যতা : কম্পিউটার সফটওয়্যার ইন্সটলেশন, কনফিগারেশন ও ট্রাবলশুটিং-এ অভিজ্ঞতা। হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সার্ভার মেইনটেন্যান্স সম্পর্কে ধারণা। অপারেটিং সিস্টেম (Windows, Linux, macOS) ম্যানেজ করার দক্ষতা। ইন্টারনেট, ল্যান/ওয়াইফাই, সিসিটিভি, প্রিন্টার ইত্যাদি অফিস আইটি ইকুইপমেন্ট পরিচালনায় দক্ষতা। বেসিক সাইবার সিকিউরিটি জ্ঞান, ডিজিটাল মিডিয়া কন্টেন্ট সম্পর্কে ধারণা, সোশ্যাল মিডিয়ার নীতি ও গাইডলাইন সম্পর্কে সম্যক ধারণা। সোশ্যাল মিডিয়া মনিটরিং, ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের দক্ষতা।
৪. পদের নাম : ভয়েস আর্টিস্ট কাম স্ক্রিপ্ট রাইটার (নারী)
যোগ্যতা : নিউজের স্ক্রিপ্ট তৈরি, ভয়েস দেওয়া, ক্যামেরার সামনে কথা বলায় দক্ষতা। বাংলা ও ইংরেজি শুদ্ধ উচ্চারণে দক্ষতা এবং বাচনভঙ্গিতে সাবলীলতা ।
৫. সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ
যোগ্যতা : নিউজপোর্টাল ও ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞ হতে হবে। টার্গেটভিত্তিক কাজ করার মানসিকতা।
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে স্নাতক
অভিজ্ঞতা : প্রতিটি পদে কমপক্ষে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
চাকরির ধরন : ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়সসীমা : নির্ধারিত নয়
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা : উৎসব বোনাস- বছরে দুটি। বার্ষিক বেতন পর্যালোচনা ও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এই ই-মেইল অ্যাড্রেসে [email protected] আবেদন করুন। ই-মেইলের সাবজেক্টে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা : ৮ সেপ্টেম্বর, ২০২৫