স্টারপাথ টেকনোলজি অ্যান্ড কনসালটেন্সি জরুরি ভিত্তিতে ৭০০ জন ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও) নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হবে জমির তথ্য এন্ট্রি, চেকিং ও ক্রস-চেকিং এবং তথ্য ভেরিফিকেশন। নির্বাচিত প্রার্থীদের জন্য দু’দিনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
নিয়োগের স্থান
ফেনী, শেরপুর, হবিগঞ্জ, জয়পুরহাট, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি জেলার ইউনিয়ন ভূমি অফিসসমূহে নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা ডিজিটালাইজেশনে ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীদের বাংলা টাইপিং স্পিড মিনিটে ৩০-৪০ শব্দ হতে হবে। অবশ্যই নিজস্ব ল্যাপটপ থাকতে হবে এবং সেটি ব্যবহার করতে হবে। পাশাপাশি নিজ জেলার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
চাকরির মেয়াদ ও পারিশ্রমিক
প্রাথমিকভাবে নিয়োগ দেয়া হবে এক মাসের জন্য। তবে কর্মদক্ষতার ভিত্তিতে সময় বাড়ানো হতে পারে। মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা (পারফরম্যান্সভেদে)। এছাড়া রেকর্ডভিত্তিক হারও নির্ধারণ করা হয়েছে-
হোল্ডিং এন্ট্রি, ভেরিফিকেশন ও ভ্যালিডেশন: প্রতি রেকর্ড ১৯ টাকা এবং খতিয়ান এন্ট্রি ও ভেরিফিকেশন (রেকর্ডেড, ম্যানুয়ালি মিউটেটেড ও ই-মিউটেশন): প্রতি রেকর্ড ১১ টাকা।
অন্যান্য শর্ত
যাতায়াত, খাবার ও থাকার খরচ কর্মীদের বহন করতে হবে। প্রয়োজনে সীমিত আবাসন সহযোগিতা দেয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা দ্রুত সিভিসহ আবেদন পাঠাতে পারবেন ই-মেইল ঠিকানায়: [email protected]
