সমসাময়িক পেশাজীবী রাজনীতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আসন্ন নির্বাচন ভাবনা শীর্ষক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের এক মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এ মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল কবির লাবু।
উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক, বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামসহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা।
বক্তারা চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত দুর্বলতা, ভোটার তালিকায় বৈষম্য, কর্মপরিবেশের অবনতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জনে ড্যাবের করণীয় নিয়ে আলোচনা করেন। ড্যাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা প্রণয়ন করারও দাবি জানান। নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পেশাজীবী সংগঠন হিসেবে ড্যাব অগ্রগামী ভূমিকা পালনের অঙ্গীকার করেন। তারা এই সংগঠনকে দিয়ে চিকিৎসকদের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।