গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৫ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৫ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।

এদের মধ্যে দুইজন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বাকি দুইজনের একজন বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আরেকজন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে মারা গেছেন।