দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৫ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
এদের মধ্যে দুইজন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বাকি দুইজনের একজন বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আরেকজন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে মারা গেছেন।