ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দুইজন, উত্তর সিটি করপোরেশনের একজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন ও বরিশাল বিভাগের একজন।

নয়া দিগন্ত অনলাইন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৩ জন।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দুইজন, উত্তর সিটি করপোরেশনের একজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন ও বরিশাল বিভাগের একজন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৫৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫৪ ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৭৮৩ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯০ শতাংশ নারী।