ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো কমপক্ষে ১০৪২ জন, চলতি বছর যা এক দিনে সর্বোচ্চ বলে জানা যাচ্ছে।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই ডেঙ্গুতে সাতজন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১২ জনের প্রাণ গেলো। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজার ছুঁতে চলেছে।