রোগীদের ভোগান্তি বিবেচনায় করে পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত রেখে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন আন্দোলনরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
আজ বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা।
এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টা অর্ধদিবস এবং ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন তারা।
আজ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ চত্বরে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাঈন উদ্দিন মঞ্জু।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের ফাইলটি দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বহুবার দফতর ও মন্ত্রণালয়ে ফাইল উপস্থাপন করলেও অজ্ঞাত কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।’
নিয়মতান্ত্রিক আন্দোলন, দাফতরিক যোগাযোগ এবং জনপ্রশাসন বিধি শাখার সব দাবি পূরণ করেও প্রশাসনিক জটিলতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও বিভিন্ন অজুহাতে ফাইল ফেরত দেয়ার অভিযোগ করেন তারা। এতে করে সময়ক্ষেপণ ও নতুন জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
আন্দোলনকারীরা আরো বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন। অথচ একই যোগ্যতা ও একই দাবি থাকা সত্ত্বেও মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে সিদ্ধান্ত ঝুলে আছে।’
গত ৩০ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন বলেও অভিযোগ করেন তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারের দ্রুত পদক্ষেপ না হলে আগামী সোমবার থেকেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করা হবে। তবে হাসপাতালের জরুরি বিভাগ কর্মসূচির বাইরে থাকবে। এছাড়া আগামী সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এদিকে অর্ধদিবস কর্মবিরতির কারণে ঢামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি দেখা গেছে। রেডিওলোজি বিভাগ বন্ধ থাকায় অনেক রোগী এক্স-রে ও আল্ট্রাসনোগ্রামের জন্য বারান্দা ও করিডোরে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন। মেডিসিন স্টোরের সামনে ওষুধ নিতে আসা রোগীদের লম্বা লাইন তৈরি হয়। সেবাবঞ্চিত রোগীরা ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢামেক হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট খাজা মাঈন উদ্দিন মঞ্জু, ঢামেক হাসপাতালের বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব সাইদুর রহমান সিদ্দিকী, বৈষম্যবিরোধী জাতীয় মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মহাসচিব মো: রিপন শিকদার, ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সিকদার মো: জসিম উদ্দিন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের টেকনোলজিস্ট মো: সইবুর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।



