ডেন্টাল সার্জনদের দক্ষতা বাড়াতে সেমিনার

সেমিনারের মূল আকর্ষণ ছিল তিনটি তথ্যবহুল বৈজ্ঞানিক সেশন, যেখানে চিকিৎসকদের বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং আধুনিক ডেন্টাল কৌশলগুলো উপস্থাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
ডেন্টাল সার্জনদের দক্ষতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত
ডেন্টাল সার্জনদের দক্ষতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত |ছবি : নয়া দিগন্ত

তরুণ ডেন্টাল চিকিৎসকদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে একাডেমি অব ডেন্টাল এক্সিলেন্সের (এডিইএক্স) আয়োজনে বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা বলেছেন, অধ্যাপনার পাশাপাশি গবেষণা চিকিৎসকদের উৎকর্ষতা বাড়াতে সহায়তা করে এবং একইসাথে চিকিৎসার নতুন নতুন কৌশল আয়ত্বে আনা সহজ হয়।

সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মুহাম্মদ ওয়াজেদ আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: এস এম আনোয়ার সাদাত, সহযোগী অধ্যাপক ডা: শাহানাজ বেগম।

সভাপতিত্ব করেন ঢাকা ডেন্টাল কলেজের সহকারী পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা: মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন ডা: মো: ইমরান, ডা: মুহাম্মদ আজিজ সোহলে, ডা: মুহাম্মদ আব্দুল আজিজ সোহেল প্রমুখ।

সেমিনারের মূল আকর্ষণ ছিল তিনটি তথ্যবহুল বৈজ্ঞানিক সেশন, যেখানে চিকিৎসকদের বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং আধুনিক ডেন্টাল কৌশলগুলো উপস্থাপন করা হয়।

অনুষ্ঠিানে বিভিন্ন জেলার ডেন্টাল সার্জন, শিক্ষার্থী এবং গবেষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মতবিনিময়, আধুনিক ডেন্টাল প্রযুক্তি এবং ক্লিনিকেল অভিজ্ঞতা শেয়ার করা হয়।