বাংলাদেশে ঢাকার এভারকেয়ার হাসপাতালে অনু্ষ্ঠিত হলো প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অব ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস (এমআরসিপি পিএসিইএস) পরীক্ষা। পরীক্ষাটি গত ১১ নভেম্বর শুরু হয়ে ১৩ নভেম্বর শেষ হয়। বাংলাদেশের ৪৫ জন চিকিৎসক এতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশে এই পরীক্ষার আয়োজক হিসেবে এভারকেয়ার হাসপাতাল ঢাকা’ই প্রথম প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে চিকিৎসকরা এই পরীক্ষাটির লিখিত অংশ (পার্ট ১ ও পার্ট ২) দেশেই দিতে পারছেন। কিন্তু ব্যবহারিক পরীক্ষা দেয়ার কোনো উপযুক্ত কেন্দ্র না থাকায় অংশগ্রহণকারীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যের মতো দেশে যেতে হতো। তাই যোগ্যতা থাকা সত্ত্বেও বহু মেধাবী চিকিৎসক অংশ নিতে পারতেন না। এখন বাংলাদেশেই পূর্ণাঙ্গ পরীক্ষা দিতে পারছেন তারা।
বাংলাদেশী চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক স্বীকৃত এই পরীক্ষার আয়োজন করতে সহযোগিতা করছে ফেডারেশন অব রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স, ইউকে। ফেডারেশনের প্রতিনিধি ডা: স্টুয়ার্ট হুডসহ আরো চারজন উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মূল্যায়ন করেন।
এছাড়াও ১৫ জন বাংলাদেশী সিনিয়র চিকিৎসক পরীক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষ থেকে পরীক্ষাটি পরিচালনা করেন রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অব ইউকে’র পক্ষ থেকে অধ্যাপক ডা: কাজী তারিকুল ইসলাম।
এভারকেয়ারের পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন এভারকেয়ারের সিইও ডা: রত্নদ্বীপ চাস্কার; এভারকেয়ারের মেডিক্যাল ডিরেক্টর ডা: আরিফ মাহমুদ এবং এভারকেয়ারের অপারেশনস ও হসপিটালিটি বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মাদ কামাল উদ্দিন সিদ্দিকী।



