শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রোস্টেট ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, শুরুতেই প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করতে পারলে রোগী দ্রুত সুস্থ হতে পারেন। যথাযথ পরীক্ষার মাধ্যমে এদেশেই উন্নত চিকিৎসা রয়েছে। পুরুষের প্রোস্টেট গ্রন্থির একটি সাধারণ রোগ। প্রাথমিক পর্যায়ে রোগটি নিরব থাকে, কোনো লক্ষণ প্রকাশ করে না। সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারলে কার্যকর চিকিৎসা দেয়া সম্ভব। প্রোস্টেট ক্যান্সার পুরুষের স্বাস্থ্য সমস্যা। চিকিৎসার মধ্যে রয়েছে সার্জারি, রেডিয়েশন থেরাপি, এবং কেমোথেরাপি। বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে।
প্রতি বছর বিশ্বব্যাপী সাড়ে ১২ লাখ মানুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। এশিয়ায় প্রতি লাখে ১২.৬ জন আক্রান্ত হয়। প্রতি এক লাখ পুরুষে আক্রান্ত হয়ে থাকে ৮.৯ জন। বাংলাদেশে প্রতি বছর যোগ হয় প্রায় পাঁচ হাজার ৪৭৫ জন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকেল সার্জনস (বাউস) শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে র্যালি, লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করে।
বাউস’র সদস্য সচিব অধ্যাপক ডা: পিসি বিশ্বাস, সহ-আহ্বায়ক অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: ফারুক আহমেদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান, ইউরো-অনকোলজিস্ট এবং বাউসের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান বক্তব্য রাখেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো: মোস্তাফিজুর রহমান।