বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি।
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এই শোক জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক ড. মো: জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এবাদুল করিমের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদসহ সকল সাধারণ সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
বৃহস্পতিবারই আসরের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মোহাম্মদ এবাদুল করিমকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপদেষ্টা ছিলেন।



