আবারো কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

‘আমরা আমাদের দু’ সহকর্মী বদলীর আদেশ প্রত্যাহার চাই এবং সংশ্লিষ্ট দফতরকে বেধে দেয়া সময়ের মধ্যে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি জিও বা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা না হলে কর্মসূচি আরো কঠোর করা হবে।’

নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা |নয়া দিগন্ত

ছয় দফা দাবিতে আবারো কর্মবিরতির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে দাবি আদায়ে সরকারি ঘোষণা (জিও) না হলে ২৯ নভেম্বর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মবিরতিতে যাবেন তারা।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা।

উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, নিয়োগ-বিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মতান্ত্রিকভাবে আবেদন জানিয়ে আসছে। কিন্তু আমাদের এ দাবিগুলো যৌক্তিক বলে ঘোষণা করেও এ পর্যন্ত পাঁচবার আশ্বাস দিয়ে নানান অজুহাতে বাস্তবায়ন করছেন না।

যার ফলে সারাদেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, গত ১ অক্টোবর থেকে দেশের এক লাখ ২০ হাজার আউটরিচ টিকা কেন্দ্রে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)ও সদ্য সমাপ্ত হওয়া টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির সব রিপোর্ট তৈরি ও প্রদান বন্ধ রেখে পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেন।

এ কর্মবিরতির ফলে তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম ছয়দিন বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্য সহকারীদের নেতাদের সাথে আলোচনায় বসেন।

সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্য সহকারীদের সাথে আলোচনায় বসে দাবি বাস্তায়নের আশ্বাসে কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাস্থ্য সহকারীরা তাদের আশ্বাসে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সারাদেশের প্রায় পাঁচ কোটি শিশুর টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকা সফলভাবে প্রদান করেছি। কিন্তু কর্তৃপক্ষের দেয়া প্রতিশ্রুতি ও আশ্বাসের দৃশ্যমান কোনো প্রতিফলন দেখা য়নি। বরং উল্টো টিসিভি বাজেট বরাদ্দ নিয়ে প্রতিবাদ করায় ২৩ নভেম্বর চাঁদপুর জেলার আমাদের দু’ স্বাস্থ্য সহকারী আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম ও শাহজালালকে কুমিল্লা জেলায় বদলি করেছেন চট্টগ্রাম বিভাগের পরিচালক। সে কারণে আবারো এ কর্মবিরতির ঘোষণা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা আমাদের দু’ সহকর্মী বদলির আদেশ প্রত্যাহার চাই এবং সংশ্লিষ্ট দফতরকে বেধে দেয়া সময়ের মধ্যে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি জিও বা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা না হলে কর্মসূচি আরো কঠোর করা হবে।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি :

১. নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।

২. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেয়া।

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

৪. সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।

৫. বেতন স্কেল পুর্ননিধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা।

৬. ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেয়া।