স্তন (ব্রেস্ট) এবং মলদ্বার (রেক্টাল) সংলগ্ন অন্ত্রের ক্যান্সারের আধুনিক চিকিৎসায় রেডিওথেরাপির কার্যকর ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দু’দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ‘এভিডেন্স-বেইসড রেডিওথেরাপি প্ল্যানিং ইন রেক্টাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।
দু’দিন ব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে শনিবার (১২ জুলাই)।
কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। সভাপতিত্ব করেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ মুহাম্মদ আকরাম হোসেন। এছাড়া প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা: মো: নজরুল ইসলাম, যুক্তরাজ্যের বিটসন অনকোলজি সেন্টারের ক্লিনিকেল অনকোলজিস্ট কনসালট্যান্ট ডা: তারেক আব্দুল্লাহ কর্মশালায় বক্তব্য রাখেন।
দেশে ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর চিকিৎসা ও ডায়গনস্টিকে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিএমইউর বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও ক্যান্সার বিশেষজ্ঞরা অংশ নেন।