মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনকোলজিতে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কর্মশালা

‘শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে এসসিএ শিক্ষার্থীদের ক্লিনিক্যাল দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রোগীকেন্দ্রিক সেবার মান নিরূপণে বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য নির্দেশনা প্রদান করবে।’

নিজস্ব প্রতিবেদক
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনকোলজিতে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কর্মশালা অনুষ্ঠিত
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনকোলজিতে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কর্মশালা অনুষ্ঠিত |সংগৃহীত

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ওয়ার্কশপ অন স্ট্রাকচারড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শাহিনুল আলম।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে এসসিএ শিক্ষার্থীদের ক্লিনিক্যাল দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রোগীকেন্দ্রিক সেবার মান নিরূপণে বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য নির্দেশনা প্রদান করবে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আকরাম হোসেন বলেন, এই বিশ্ববিদ্যালয় দক্ষ, নীতিনিষ্ঠ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অনকোলজি বিশেষজ্ঞ তৈরিতে কাজ করছে। আধুনিক মূল্যায়ন পদ্ধতি সেই প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে।

কর্মশালার ফ্যাকাল্টি সেশন পরিচালনা করেন অধ্যাপক ডা: তাহমিনা বেগম, সহকারী অধ্যাপক ডা: রাসেল আহমেদ খান।

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা এসসিএ-আই দর্শন, স্টেশন ডেভেলপমেন্ট, মূল্যায়ন রুব্রিক, অবজেক্টিভ স্কোরিং এবং ফিডব্যাক ব্যবস্থা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালায় বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের শিক্ষক, মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ঢাকা সিএমএইচ ক্যান্সার সেন্টার, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিওথেরাপি বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি ও মেডিক্যাল অনকোলজি বিভাগের শিক্ষকরা অংশ নেন।