ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের দ্বিতীয় মৃত্যু

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা |ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এটিই ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরের দ্বিতীয় মৃত্যু। এর আগে গত ১২ জানুয়ারি একজন মারা গিয়েছিল। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্র : বাসস