শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা: এম এ হাদীসহ জুলাই আন্দোলনে শহীদ ও আহতের জন্য দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, ইউরোলজির অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা: এ বি এম ছফিউল্লাহ, ডা: এমদাদুল হক ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা: এহতেশামুল হক তুহিন, ডা: মোফাখখারুল ইসলাম রানা, ডা: হাসনাত আহসান সুমন, ডা: সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ডা: আবু নাসের।
কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মকবুল হোসেন, মোহাম্মদ রাশেদ হোসেন, মো: রাজু আহমেদ, মো: ফারুক হোসেন, মো: খাইরুল ইসলাম, মো: মাসুম আলম, মোহাম্মদ কাইয়ুম মিয়া, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ তারা, মোহাম্মদ খোরশেদ আলম, মো: শাহীন খান, মো: সোহাগ, মোহাম্মদ বাবু, মো: সোহেল, মোহাম্মদ আলী হুমায়ুন, মো: মিলন, আলমগীর হোসেন প্রমুখ।