ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩

চলতি বছরে এ পর্যন্ত ( ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯২ জন। এর মধ্যে ৫৯ দশমিক নয় শতাংশ পুরুষ ও ৪০ দশমিক এক শতাংশ নারী।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ৫৩ জন
হাসপাতালে ভর্তি ৫৩ জন |সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।

শনিবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে সাতজন রয়েছেন।

এই সময়ে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৩১৩ জন।

চলতি বছরে এ পর্যন্ত ( ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯২ জন। এর মধ্যে ৫৯ দশমিক নয় শতাংশ পুরুষ ও ৪০ দশমিক এক শতাংশ নারী।

২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট এক লাখ দু’ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এর আগে, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। বাসস