তারেক রহমানকে কটুক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে ড্যাব’র বিক্ষোভ

‘গণতন্ত্র পুনরুদ্ধারকে বিলম্বিত করতে যে পরিকল্পিত অপপ্রচার তা রুখে দিতে আজকের এই প্রতিবাদ।’

নিজস্ব প্রতিবেদক
ড্যাব’র বিক্ষোভ সমাবেশ
ড্যাব’র বিক্ষোভ সমাবেশ |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল পাশবিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বাংলাদেশ শিশু হাসপাতাল শাখা, মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখা, এনআইসিভিডি, নিকডু ও এনআইএমএইচ শাখা, ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: এ বি এম ছফিউল্লাহর সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান এবং ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ডা: মো: জাভেদ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

চিকিৎসকরা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারকে বিলম্বিত করতে যে পরিকল্পিত অপপ্রচার তা রুখে দিতে আজকের এই প্রতিবাদ।’

তারা বলেন, ‘চিকিৎসকরা যখন রাজপথে আসেন, তখন বুঝে নিতে হবে দেশে কিছু একটা গভীর অসঙ্গতি চলছে, আমরা তা ঠিক করতে চাই।’

তারা বলেন, ‘মিথ্যাচার, ষড়যন্ত্র আর অপমানের শিকার এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা ভুলে গেছে এই দেশ তার বাবার হাতে গড়া। আজ সেই পরিবারের সন্তানকে যারা কালিমা লিপ্ত করতে চায়, তাদের ইতিহাস ক্ষমা করবে না। চিকিৎসকদের এই অবস্থান প্রমাণ করে, এখনো বিবেক জাগ্রত আছে। ঘটনা ঘটেছে ৯ জুলাই আর ভিডিও প্রকাশ হয়েছে ১১ জুলাই। একটা অসৎ উদ্দেশ্য তা করা হয়েছে। ১১ জুলাই খুলনায় যুবদলের মোল্লা মাহবুবকে গুলি ও রগ কেটে হত্যা করা হয়েছে। রগ কারা কাটে সেইটা বাংলাদেশের মানুষ জানে। চিকিৎসকরা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির জন্য রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’