দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য চক্ষু চিকিৎসা ও সেবা পৌঁছে দিতে কাতার চ্যারিটি বাংলাদেশ অফিস শুরু করেছে মাসব্যাপী মানবিক কার্যক্রম ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’।
রাজধানীর আগারগাঁওয়ের লায়ন আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের লাল ভবনে গত মঙ্গলবার এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
কাতার চ্যারিটির এ কর্মসূচির মাধ্যমে আগামী এক মাস দেশের বিভিন্ন অঞ্চলে চক্ষুশিবির (Eye Camp) আয়োজন করা হবে, যেখানে প্রায় দুই হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. দাউদ নিয়াজি। তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগণের কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দেয়া এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
তিনি আরো বলেন, কাতার চ্যারিটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আলী আল মোতাওইর। তিনি বলেন, ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ কেবল একটি চক্ষু সেবা নয়, এটি মানবিকতার প্রতীক। আমরা চাই, কেউ যেন অন্ধত্বের কারণে পিছিয়ে না থাকে।
তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় হাজারো মানুষকে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন গোলাম মোস্তফা সিদ্দিকী, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর ড. মোহসেন এবং ড. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ কাতার চ্যারিটির একটি গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচি, যা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে অবদান রাখবে।
অনুষ্ঠানে লায়ন আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের কর্মকর্তারা, কাতার চ্যারিটির প্রতিনিধি, চিকিৎসক, সেবাকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।