ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে দু’জন করে এবং ঢাকা দক্ষিণ সিটিতে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন |ইন্টারনেট

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় ৬৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৫ জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৫২৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে দু’জন করে এবং ঢাকা দক্ষিণ সিটিতে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮৪১ জন।