করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৩

এ নিয়ে চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭১৯ জন।

নয়া দিগন্ত অনলাইন
করোনায় আরো একজনের মৃত্যু
করোনায় আরো একজনের মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭১৯ জন। এ যাবৎ দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত দেশে এক কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর করোনায় এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক ৭০ শতাংশ। এ যাবৎ শনাক্তের হার ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। বাসস