বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে সোনারগাঁয়ের পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প। ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা দেন। রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চশমা ফ্রি দেয়া হয়।
শনিবার সকালে পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে গিয়েছে। প্রান্তিক মানুষের কাছে এই সেবা পৌঁছানোর জন্য আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র চেষ্টা। এটা সোনারগাঁওয়ে প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চলমান রাখবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩১ দফা বাস্তবায়ন হলে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এছাড়া বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান ভুইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ এর সহযোগিতা অধ্যাপক বদরুন নাহার
বিশিষ্ট চর্মরোগ ও বার্ণ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম, মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: ফরহাদ হাসান চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, সোনারগাঁও উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোসলেহ উদ্দিন, জেলা তাঁতীদলের সহ-সভাপতি ইসমাইল শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, প্রভাষক রোমানা জাহান বন্যা, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি



