দেশে আরো ২ জনের করোনা শনাক্ত

নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দু’ দশমিক ৩৮ শতাংশ।

নয়া দিগন্ত অনলাইন
আরো ২ জনের করোনা শনাক্ত
আরো ২ জনের করোনা শনাক্ত |নয়া দিগন্ত গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় দেশে দু’জনের শরীরে করোনা (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৮৪ জনের নমুনা পরীক্ষায় দু’জনের শরীরে এই সংক্রমণ পাওয়া যায়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দু’ দশমিক ৩৮ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল এক দশমিক ৯৮ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মারা গেছেন। বাসস