ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে আরো ২৬৩

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কেউ মারা যায়নি, তবে ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০৫ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ২৬৩
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ২৬৩ |সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৪৫ হাজার ৯৮৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৪৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২০২ জন।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।
সূত্র : বাসস