ক্যান্সার চিকিৎসা–গবেষণা এগিয়ে নিতে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

‘এ ধরনের উচ্চমানের বৈজ্ঞানিক সেশন আমাদের রেসিডেন্টদের আন্তর্জাতিক মানের আপডেটেড চিকিৎসা শেখায় এবং হাতে-কলমে আধুনিক ক্যানসার ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে। আমরা আশা করি তিনি ভবিষ্যতেও বিএমইউ’র একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকবেন।’

নিজস্ব প্রতিবেদক
'ফুসফুস ক্যান্সার ও স্টেরিওটেক্টিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি'র (এসএবিআর) প্রমাণভিত্তিক চিকিৎসা পর্যালোচনা' শীর্ষক একাডেমিক সেশন
'ফুসফুস ক্যান্সার ও স্টেরিওটেক্টিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি'র (এসএবিআর) প্রমাণভিত্তিক চিকিৎসা পর্যালোচনা' শীর্ষক একাডেমিক সেশন |নয়া দিগন্ত

দেশে প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার। প্রমাণভিত্তিক অত্যাধুনিক চিকিৎসা দিতে ক্যানসার গবেষণায় অগ্রযাত্রাকে আরো গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রয়োজন বলে মত দেন তারা।

বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে অনুষ্ঠিত হলো 'ফুসফুস ক্যানসার ও স্টেরিওটেক্টিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি’র (এসএবিআর) প্রমাণভিত্তিক চিকিৎসা পর্যালোচনা' শীর্ষক দু’দিনব্যাপী একাডেমিক সেশনের রোববার (১৬ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বৈজ্ঞানিক এ সেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্যের সাউথ অ্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালট্যান্ট, ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা: রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার।

ডা: রফিকুল ইসলাম আন্তর্জাতিক গাইডলাইনভিত্তিক ফুসফুস ক্যানসারের চিকিৎসা, স্টেজিং ও রিস্ক স্ট্রাটিফিকেশন, অত্যাধুনিক এসএবিআর প্রযুক্তি এবং সিস্টেমিক থেরাপির সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার ডা. রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের উচ্চমানের বৈজ্ঞানিক সেশন আমাদের রেসিডেন্টদের আন্তর্জাতিক মানের আপডেটেড চিকিৎসা শেখায় এবং হাতে-কলমে আধুনিক ক্যানসার ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে। আমরা আশা করি তিনি ভবিষ্যতেও বিএমইউ’র একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকবেন।’

তিনি আরো বলেন, একজন অনকোলজিস্টের জন্য সবচেয়ে জরুরি হলো আধুনিক প্রমাণভিত্তিক চিকিৎসা, আন্তর্জাতিক গাইডলাইন এবং রেডিওথেরাপি ও সিস্টেমিক থেরাপির সর্বশেষ অগ্রগতির সাথে নিজেকে সবসময় আপডেট রাখা। কারণ আধুনিক ও সঠিক জ্ঞানই রোগীর উৎকৃষ্ট চিকিৎসা নিশ্চিত করতে পারে। তিনি বলেন, এজন্য বিএমইউ’র অধীনে একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়ের দাবি।

ভবিষ্যৎ প্রজন্মের অনকোলজিস্ট তৈরি ও ক্যানসার গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এটি অপরিহার্য বলেও জানান তিনি। উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে এমডি ও এফসিপিএস ক্লিনিক্যাল অনকোলজি রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।