রোগের শুরুতেই মেডিসিন

বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা খরচ কমে যায় : সেমিনারে বিশেষজ্ঞরা

‘রোগে শুরুতেই ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের যাওয়া উচিৎ। সব ধরনের রোগ সম্বন্ধে এই বিভাগের চিকিৎসকরা জানেন বলে রোগীর চিকিৎসা খরচ ও হয়রানি কমে যায় এবং রোগীর আরোগ্য লাভও সহজ হয়।’

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মেডিসিন বিশেষজ্ঞরা
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মেডিসিন বিশেষজ্ঞরা |নয়া দিগন্ত

‘রোগে শুরুতেই ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের যাওয়া উচিৎ। সব ধরনের রোগ সম্বন্ধে এই বিভাগের চিকিৎসকরা জানেন বলে রোগীর চিকিৎসা খরচ ও হয়রানি কমে যায় এবং রোগীর আরোগ্য লাভও সহজ হয়।’

রোববার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মেডিসিন বিশেষজ্ঞরা সবার উদ্দেশ্যে এমন নির্দেশনা দেন।

তারা আরো বলেন, চিকিৎসা শিক্ষা, রোগী সেবা ও গবেষণায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের অসামান্য অবদান রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) ডা. মিলন হলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক ডা. মো: রাজিবুর আলম, অধ্যাপক ডা: সাইয়েদুর রহমান ও অধ্যাপক ডা: মোহাম্মদ জহিরউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ মেডিসিন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: মোহাম্মদ মনির-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন ডিএমসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: কামরুল আলম, ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: আসাদুজ্জামান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. সাকি মো: জাকিউল আলম, ডিএমসি’র উপাধ্যক্ষ অধ্যাপক ডা: ফারুক আহাম্মদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএমসি’র মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ হাবিবুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিএমসি’র সহযোগী অধ্যাপক ডা: আবুল কালাম মোহাম্মদ সাজেদুর রহমান।

এতে ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ডিএমসি’র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব ডা: মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ স্বাগত বক্তব্য করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুগদা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মো: মঞ্জুরুল হক।

মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মেম্বার সেক্রেটারি ডা: মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ-এর স্বাগত ভাষণ দিয়ে অনুষ্টানের সূচনা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: মো: মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, মুগদা মেডিকের কলেজ ও হাসপাতাল। তার বক্তব্যের বিষয় ছিল ‘রোগী ব্যবস্থাপনা ও মেডিক্যাল শিক্ষায় ইন্টারনাল মেডিসিনের ভূমিকা’। এ সময় তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেন।