খুলনার তেরখাদায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদরাসায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
আটলিয়া গ্রামের কৃতি সন্তান ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে বেশিরভাগ দরিদ্র রোগীকে আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে চশমা দেয়া হয়।
সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ ও খুলনা-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কবিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান শিকদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শামসুল ইসলাম কচি।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম জেলার অন্য উপজেলাগুলোতেও বিস্তৃত করা হবে।



