ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯

চলতি বছরের এ পর্যন্ত (২০২৬ সালের ৯ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন। এর মধ্যে ৭২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ২৭ দশমিক ছয় শতাংশ নারী।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ২৯
হাসপাতালে ভর্তি ২৯ |সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৯ জন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দু’জন, দক্ষিণ সিটি করপোরেশনে নয়জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

একই সময়ে ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮৬ জন।

চলতি বছরের এ পর্যন্ত (২০২৬ সালের ৯ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন। এর মধ্যে ৭২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ২৭ দশমিক ছয় শতাংশ নারী।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দু’ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। বাসস