ময়মনসিংহ মেডিক‌্যালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম হু‌সেন বানু (৬৩)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মৃত হো‌সেন আলীর মেয়ে। তিনি সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। প‌রে ওই দিনই রাত ১টার দি‌কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ‌্যায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম হু‌সেন বানু (৬৩)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মৃত হো‌সেন আলীর মেয়ে। তিনি সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। প‌রে ওই দিনই রাত ১টার দি‌কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।

ডা. মাঈন উদ্দিন আরও জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৮৪ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৯ জন, নারী ২১ জন ও ৪ শিশু রয়েছে।

উল্লেখ‌্য, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজার ৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।