ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আসন্ন নির্বাচন উপলক্ষে বুধবার (৯ জুলাই) দুপুরে শেরেবাংলা নগর এলাকার নিটোর (পঙ্গু হাসপাতাল), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট এবং বাংলাদেশ শিশু হাসপাতালের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিটোরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় চার শতাধিক উপস্থিত ছিলেন। সভায় নেতারা বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত সমস্যা, ভোটার তালিকার বৈষম্য, কর্মপরিবেশ এবং আগামীর রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
নেতারা আসন্ন ড্যাব নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন এবং ২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ঘোষণা দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড্যাবের বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল শাখার সাবেক সভাপতি ডা: খায়রুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন ডা: এম এ কামাল ও ডা: জাভেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিশু হাসপাতালের ড্যাব শাখার সভাপতি ডা: মো: আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা: বজলুল গনি ভূঁইয়া, বিএমইউ ড্যাবের সাবেক সভাপতি ডা: সাইফুল ইসলাম সেলিম, নিটোর ড্যাবের সাবেক সভাপতি ডা: আরিফ আনওয়ার, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, সাবেক যুগ্ম মহাসচিব ডা: এমদাদুল হক ইকবাল, সাবেক যুগ্ম মহাসচিব ডা: তৌহিদুল ইসলাম জন, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার আহ্বায়ক ডা: মো: ফারুক হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব ডা: হারুন উর রশীদ খান রাকিব, ময়মনসিংহ মেডিক্যাল কলেজছাত্র সংসদের সাবেক ভিপি ডা: এস এম আতিকুর রহমান, ড্যাবের সাবেক সহদফতর সম্পাদক ডা: আশরাফুল আলম খান, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা: মাহবুব আরেফীন রঞ্জু, ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: একরামুল রেজা টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি