বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং তামাক নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তির আর্টিকেল ৫.৩ লঙ্ঘন করে তামাক কোম্পানির সাথে সরকারের বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
মঙ্গলবার (১৯ আগস্ট) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘অধূমপায়ীদের সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব : চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন হার্ট ফাউন্ডেশন হাসপাতালের এপিডেমিওলজি বিভাগের পধান অধ্যাপক ডা: সোহেল রেজা চৌধুরী।
সেমিনারে বক্তারা জানান, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রক্রিয়ায় তামাক কোম্পানির কোনো মতামত নেয়া গ্রহণযোগ্য নয়। সরকারকে অবিলম্বে স্টেকহোল্ডার মিটিংয়ের নামে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন করতে হবে।
অধ্যাপক ডা: সোহেল রেজা চৌধুরী বলেন, বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ তামাকজনিত রোগে প্রাণ হারাচ্ছেন এবং আরো ৪ লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হচ্ছেন। একইসাথে প্রতিদিন প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন আর বিলম্ব করা মানে জনস্বাস্থ্যের প্রতি অবহেলা করা।
অধ্যাপক ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ তামাকজনিত কারণে অকালে মারা যাচ্ছেন। এই মৃত্যুটা প্রতিরোধযোগ্য কিন্তু মৃত্যু রোধে আইন সংশোধনে বিলম্বের দায় সরকারকেই নিতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো: খোরশেদ আলম, গণস্বাস্থ্য নগর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: সাঈদ-উজ-জামান, অধ্যাপক ডা: মুজিবুল হক, অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।