২৪ ঘণ্টায় আরো ৭ জন করোনায় আক্রান্ত

এই সময়ে মোট ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাতজন করোনা আক্রান্ত হয়েছে।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সময়ে মোট ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ। তবে, এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।