শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে একটি কেন্দ্রীয় পূর্ণাঙ্গ আয়োজক কমিটি গঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে প্রধান উপদেষ্টা, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদকে আহ্বায়ক এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ মহসীন, সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. শাহ মো: শাহজাহান আলী, বগুড়া জেলা বিএমএ'র আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং সদস্য সচিব ডা. এম. এ ওয়াহেদ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. মো: জিয়াউর রহমান জিয়া, ডা. মো: আনিসুর রহমান, ডা. মো: তোজাম্মেল হক, ডা. মো: সারোয়ার হোসেন, ডা. শরিফুল ইসলাম ননতু এবং ডা. মুহম্মদ জহুরুল হক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. জহিরুল ইসলাম জহির।
উদযাপন কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডা. এ কে আল মিরাজ, ডা. তাহের স্বাধীন, ডা. শামসুর রহমান, ডা. ফজলুল হক, ডা. আনোয়ার উল্লাহ শাহীন, ডা. রুনা পারভীন, ডা. নাজমুল সুমন, ডা. মহিউদ্দিন রোকন, ডা. আমিমুল এহসান সালেহ, ডা. আব্বাস উদ্দিন মাসুম, ডা. হাসান আল হুদাইবি, ডা. মো: ইউনুস আলী, ডা. রফিকুল ইসলাম, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. মীর সুফিয়ান জন, ডা. এম এম জায়েদ হোসেন চৌধুরী, ডা. ফেরদৌস আলম, ডা. ইস্রাফিল হোসেন, ডা. মো. সিরাজুল ইসলাম সোহেল এবং ডা. মোকাদ্দেম হোসেন।
রেজিস্ট্রেশন, অভ্যর্থনা, অর্থ, আপ্যায়ন, সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও গিফট, আবাসন, শৃঙ্খলা, স্মরণিকা, প্রচার, মিডিয়া ও গণসংযোগ- এই বিষয়ভিত্তিক উপকমিটিগুলোর সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (সাবেক বগুড়া মেডিক্যাল কলেজ) প্রতিষ্ঠা করেন।