বেসরকারিভাবে দেশে প্রথম দাঁতের পূর্ণাঙ্গ হাসপাতাল চালু

‘ইনডোর এবং আউটডোর সেবাসহ আইসিইউ সুবিধা থাকবে এ হাসপাতালে। শতাধিক চিকিৎসকের সমন্বয়ে গঠিত এ হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন।’

নিজস্ব প্রতিবেদক
অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল হাসপাতাল (এডিএম হাসপাতাল) চালু
অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল হাসপাতাল (এডিএম হাসপাতাল) চালু |নয়া দিগন্ত

বেসরকারি পর্যায়ে দেশে প্রথম দাঁতের পূর্ণাঙ্গ হাসপাতাল চালু হয়েছে। এবার এক ছাদের নিচেই পাওয়া যাবে ডেন্টাল বিষয়ক সব ধরনের সেবা। দাঁতের সব ধরনের রোগ শনাক্তে পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার এবং ফলোআপ সব সেবাই ধানমন্ডির ২ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়ির অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল হাসপাতালে (এডিএম হাসপাতাল) পাওয়া যাবে। দাঁতের পূর্ণাঙ্গ চিকিৎসা দেয়ার লক্ষ্যে এ হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে মুখমণ্ডল ভেঙ্গে চেহারা পরিবর্তন হয়ে গেলে জরুরি সেবা পাওয়া যাবে দিনে অথবা রাতের যেকোনো সময়। রোগী সেবা দেয়ার জন্য যেমন থাকবে পরীক্ষা-নিরীক্ষার অত্যাধুনিক মেশিন আবার থাকবে চিকিৎসক ছাড়াও দক্ষ নার্স, টেকনোলজিস্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। এছাড়া ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার, বিএমইউ এর প্রোভিসি অধ্যাপক ডা: মুজিবুর রহমান হাওলাদার, এডিএম হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) গোলাম মহিউদ্দীন চৌধুরী, হাসপাতালের ভাইস চেয়ারম্যান এবং সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা: নূরুল আমিন প্রমুখ।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা: মো: মোস্তাফজিুর রহমান জানান, ইনডোর এবং আউটডোর সেবাসহ আইসিইউ সুবিধা থাকবে এ হাসপাতালে। শতাধিক চিকিৎসকের সমন্বয়ে গঠিত এ হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন।

তিনি বলেন, মুখের ক্যান্সার, টিউমার, চোয়ালের সব ধরনের অপারেশন, আঁকা-বাঁকা দাঁত বিশেষজ্ঞ, এন্ডেডন্টিস্ট, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞসহ মুখ ও দাঁতের সব ধরনের রোগের চিকিৎসা এবং সেবা এই হাসপাতলে পাওয়া যাবে।

বক্তব্যে অধ্যাপক ডা: মো: শাহীনুল আলম বলেন, ডেন্টালের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশে মোট রোগী চিকিৎসার দুই তৃতীয়াংশ সেবা দেয়া বেসরকারি হাসপাতালে। দাঁতের সব ধরনের সেবা নিয়ে এগিয়ে আসার তিনি অ্যাডভান্সড হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ রকম হাইটেক ডেন্টাল হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য প্রয়োজন ছিল।

তিনি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অ্যাক্রিডিটেশনের ওপর জোড় দিয়ে বলেন, আমাদের বেশিভাগ হাসপাতালেই প্রচুর ইনফেকশন হয়। সংক্রমণ কমাতে হলে আমাদের খুব সতকর্তার সাথে প্র্যাকটিস করতে হবে।

কবি আব্দুল হাই শিকদার বলেন, দাঁত অন্তরের আয়না, মহামূল্যবান জিনিস। যাদের সুন্দর দাঁত রয়েছে তাদের দিকে সবারই তাকিয়ে থাকতে ইচ্ছা করেন। দাঁতের সম্পূর্ণ চিকিৎসা এক ছাদের নিচে নিয়ে আসার জন্য তিনি এডিএম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের চিকিৎসক প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশী ডাক্তারদের উন্নতমানের দক্ষতা রয়েছে। অধ্যাপক ডা: মুজিবুর রহমান হাওলাদার এ হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি বহির্বিশ্বে নতুন করে পরিচিতি পাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের ডিরেক্টর আলেক্সজান্দ্রা আলেক্সান্দ্রাভোনা।

তিনি বলেন, রাশিয়া এবং বাংলাদেশ একসাথে এই এডিএম হাসপাতালকে সাথে নিয়ে কাজ করবে। রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশী চিকিসকরা রাশিয়ার উন্নতমানের সুবিধাগুলো গ্রহণ করতে পারে।